Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়ল তিস্তা চরাঞ্চলের ৩ কৃষকের স্বপ্ন


২১ আগস্ট ২০১৮ ১৫:৩৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

লালমনিরহাট: লালমনিরহাটে আদিতমারী উপজেলায় কয়েলের আগুনে গরুসহ ঘর পুড়ে ছাই হয়েছে। এতে আসবাবপত্রসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

সোমবার (২০ আগস্ট) মধ্যরাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সিংগিমারী চরে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, সিংগিমারী চরের মৃত নয়া মিয়ার ছেলে আনারুল ইসলাম, মাহাতাব উদ্দিন ও মহুবর রহমানের ছেলে আনোয়ারুল ইসলাম।

মহিষখোচা ইউনিয়ান পরিষদের প্যানেল চেয়ারম্যান মজমুল হক জানান, গরুর ঘরে কয়েল দিয়ে ঘুমিয়ে পড়েন আনারুল ইসলাম। সেই কয়েলের আগুনে দুটি গরুসহ ঘরটি পুড়ে যায়। এ আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে মাহাতাব ও আনোয়ারুলের বাড়িতে। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে তিন কৃষকের ৫টি ঘর, প্রায় একশত মণ পাট, ধান, চাল ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর