Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরে যাওয়া রোহিঙ্গারা নির্যাতনের শিকার হচ্ছে : এইচআরডব্লিউ


২১ আগস্ট ২০১৮ ১৬:১৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ(এইচআরডব্লিউ) অভিযোগ করে বলছে, প্রত্যাবাসনের জন্য ফিরে যাওয়া রোহিঙ্গাদের ওপর রাখাইনে নির্যাতন চালাচ্ছে মিয়ানমারের সেনা সদস্যরা।

সংস্থাটি জোর দিয়ে বলে রোহিঙ্গাদের স্থায়ীভাবে মিয়ানমারে স্থানান্তরের আগে পর্যাপ্ত আন্তর্জাতিক তৎপরতা ও নিরাপত্তা প্রয়োজন। এক্ষেত্রে সরাসরি মিয়ানমারে জাতিসংঘের পর্যবেক্ষণ আশা করে সংস্থাটি।

এইচআরডব্লিউ এর এশিয়া উপ-পরিচালক ফিল রবার্টসন জানান, রোহিঙ্গারা মিয়ানমার ফিরে গেলে তাদের উপর নিপীড়ন চালানো হবে না। এটি মিথ্যা আশ্বাস। বাস্তবতা হচ্ছে রোহিঙ্গাদের বাধ্য করা হয় মিয়ানমার ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য।

হিউম্যান রাইটস ওয়াচ তাদের মতে পক্ষে যুক্তি দিতে ছয় জন রোহিঙ্গার উদাহরণ তুলে ধরে। বলা হয় জাতিগত নিধনের শিকার হয়ে ওই রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। কিন্তু অর্থ ও কাজের জন্য তারা আবার রাখাইন রাজ্যে ফিরে যায়। কিন্তু তাদের ওপর সেনা সদস্যরা অত্যাচার করে ও অবৈধভাবে সীমানা পাড়ি দেওয়ার জন্য ৪ বছর কারাদন্ড দেওয়া হয় তাদের।

পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয় শুধুমাত্র বিদেশী সাংবাদিকদের সামনে তুলে ধরার জন্য মিয়ানমার রোহিঙ্গাদের সাথে কতটা ভালো ব্যবহার করে! কিন্তু পরবর্তীতে ওই ছয় রোহিঙ্গা আবার বাংলাদেশে চলে আসে। ।

প্রতিবেদনে আরও বলা হয় আরাকানের সশস্ত্র বিপ্লবী সংগঠন আরসা’র সাথে জড়িত থাকার অভিযোগে সাধারণ রোহিঙ্গাদের ওপর অকথ্য নির্যাতন চালায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ(বিজিপি)। রোহিঙ্গাদের খাবার বা পানীয় দেওয়া হয়না। লোহা দিয়ে পিটানো, আগুনে পুড়িয়ে ফেলা ও বৈদ্যুতিক শক দেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএইচ
রোহিঙ্গা প্রত্যাবাসনে হটলাইন চালু করবে বাংলাদেশ ও মিয়ানমার

রোহিঙ্গা প্রত্যাবাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর