Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসুন, ঈদে ক্ষুধার্ত, যুদ্ধবিগ্রহ, অবিচারের মুখোমুখিদের স্মরণ করি


২১ আগস্ট ২০১৮ ১৭:৫৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে’র ধর্ম বিষয়ক বিশেষ দূত লর্ড তারিক আহমেদ বিশ্বের সকলকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আসুন, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ, যুদ্ধ-বিগ্রহ, ক্ষুধার্ত এবং প্রতিনিয়ত অবিচারের মুখোমুখি হচ্ছে, এই ঈদে আমরা তাদেরকে স্মরণ করি।’

যুক্তরাজ্যের কমনওয়েলথ থেকে মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে এক বার্তায় এই তথ্য জানান হয়।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক বিশেষ দূত লর্ড তারিক আহমেদ বার্তায় বলেন, ‘বিট্রেনসহ বিশ্বের সকল মুসলমান সম্প্রদায়কে পবিত্র ঈদের শুভেচ্ছ। এই ঈদকে কেন্দ্র করে সকলের জীবনে প্রশান্তি নেমে আসবে বলে কামনা করি।’

ঈদ-উল-আজহা হচ্ছে পবিত্র হজ সম্মেলন শেষ হওয়ার প্রতীক এবং সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ও ত্যাগের প্রতিক উল্লেখ করে লর্ড তারিক আহমেদ বলেন, ‘আসুন এই দিনটিতে আমরা ভালোবাসার মধ্য দিয়ে উদযাপন করি। এই দিনে তাদেরকে স্মরণ করি যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ ও যুদ্ধ-বিগ্রহের মধ্য দিয়ে কাটাচ্ছে, যারা ক্ষুধার্ত এবং প্রতিনিয়ত অন্যায় আর অবিচারের মুখোমুখি হচ্ছে।’

সারাবাংলা/জেআইএল/এমআই

টেরিজা মে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর