খুলনায় উপ-নির্বাচনে নৌকা পেলেন সালাম মুর্শেদী
২১ আগস্ট ২০১৮ ১৭:৩৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: খুলনা-৪ উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক কৃতী ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সালাম মুর্শেদী। মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারস্টিার বিপ্লব বড়ুয়ার কাছ থেকে তিনি মনোনয়ন চিঠি সংগ্রহ করেন।
গতকাল (২০ আগস্ট) সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ড এ মনোনয়ন চূড়ান্ত করে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘খুলনা-৪ উপনির্বাচনে সালাম মুর্শেদীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দলীয় সভাপতির কার্যালয়ে মনোনয়ন চিঠি প্রদান করা হয় ‘
খুলনা-৪ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়নে আগ্রহী ছিলেন ৮ জন প্রার্থী। গত শনিবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন ছিল। ওই দিন পর্যন্ত ৭ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন পেতে যারা আগ্রহী ছিলেন তারা হলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা জালাল উদ্দিন, সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শেদী, তেরখাদা উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, জেলা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল ও এস এম খালেদীন রশীদি সুকর্ন ও এস এম জাহিদুর রহমান।
গত ৩ মার্চ দলের সভানেত্রীর উপস্থিতিতে খুলনা সার্কিট হাউজের বিশাল সমাবেশে আনুষ্ঠানিকভাবে সালাম মুশের্দী দলে সক্রিয় হন। খুলনা সদরে আসনে আগামী নির্বাচনের জন্য গত কয়েক মাস ধরে মানসিকভাবে প্রস্তুতি নিলেও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজার অসুস্থতাজনিত কারণে মৃত্যু হলে রূপসার সন্তান সালাম মুর্শেদী নতুন করে আলোচনায় আসেন। আগামী ২০ সেপ্টেম্বর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/এনআর/এমও