জাবিতে ইয়াবা ‘বেচাকেনা’র অভিযোগে ৩ কর্মচারী আটক
২২ আগস্ট ২০১৮ ১৩:২৬
।। জাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইয়াবা ‘বেচাকেনা’র অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন কর্মচারীকে আটক করেছে নিরাপত্তা কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।
নিরাপত্তা অফিস সূত্র জানায়, আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের গাড়িচালক মো. জামাল, শহীদ রফিক-জব্বার হলের পিয়ন একরাম হোসেন মোল্লা ও রেজিস্ট্রার অফিসের পিয়ন ফারুক আহমেদ মামুন। এদের মধ্যে মো. জামালের কাছে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যমতে একরাম হোসেন মোল্লা ও ফারুক আহমেদ মামুনকে আটক করা হয়।
একটি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গাড়িচালক মো. জামালের কাছে পূর্ব তথ্য অনুযায়ী ২০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে নিরাপত্তা অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে জামাল নিজেকে ইয়াবা সেবনকারী দাবি করেন। তিনি একরাম হোসেন মোল্লা ও ফারুক আহমেদ মামুনের কাছ থেকে ইয়াবা কিনেছেন বলে নিরাপত্তা কর্মকর্তাদেরকে জানান। পরে জামালকে ব্যবহার করে মুঠোফোনের মাধ্যমে একরাম হোসেন মোল্লা ও ফারুক আহমেদ মামুনকে ক্যাম্পাসে ডেকে আনা হয়। সেখান থেকে তাদের আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘জামাল ইয়াবা ক্রেতা এবং একরাম ও মামুন ইয়াবা বিক্রেতা। এটা তারা সবার সামনে স্বীকার করেছে। প্রথমে জামালের কাছে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। তার সহযোগিতায় ইয়াবা বিক্রেতা দুই জনকে আটক করা হয়। পরে রাত ৮টার দিকে তাদের পুলিশে সোপর্দ করা হয়।’
সারাবাংলা/এমও