ধনী-গরিবের সীমারেখা
২২ আগস্ট ২০১৮ ১৭:৫৫ | আপডেট: ২২ আগস্ট ২০১৮ ১৭:৫৬
ধনী-গরিবের বৈষম্য অনেক দেশেই প্রকট। মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দেশে এগুলো অনেক প্রকট। এ সব দেশের কয়েকটি শহরের ড্রোন থেকে তোলা ছবিতে ফুটে উঠেছে ধনী-দরিদ্রের স্পষ্ট বিভাজন রেখা। একপাশে ধনীদের ছিমছাম এলাকা, অন্যপাশে ঘিঞ্জি পরিবেশে জড়াজড়ি করে দরিদ্র মানুষদের বসবাস।
ছবি: বিবিসি
কায়া স্যান্ডস, ব্লাউবোসরান্ড: দক্ষিণ আফ্রিকা
অট্টোস ব্লাফ, পিয়েটারমারিসার্গ: দক্ষিণ আফ্রিকা
লেক মিশেলে, মাসিফুমেলেলে, কেপটাউন: দক্ষিণ আফ্রিকা
তেমবিসা, জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকা
ইস্কটাপালুকা, কেক্সিকোসিটি: মেক্সিকো
পাপওয়া, সেওগলুম গলফ কোর্স, ডারবান: দক্ষিণ আফ্রিকা
মুম্বায়: ভারত
মুম্বায়
ক্যাসেই পার্ক, জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকা
ভুকুজেনজেলা, সুেইটহোম, কেপটাউন-দক্ষিণ আফ্রিকা
সান্তা ফে, মেক্সিকো সিটি: মেক্সিকো
সান্তা ফে, মেক্সিকো সিটি: মেক্সিকো
সারাবাংলা/এমআই