Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিতাড়িত হিন্দুদের জন্যই পশ্চিমবঙ্গ: রুপা গাঙ্গুলি


২২ আগস্ট ২০১৮ ১৮:২৫

।। শুভজিত পুততুন্ড, কলকাতা থেকে ।।

বিতাড়িত হিন্দুদের জন্যই পশ্চিমবঙ্গ বলে মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্যসভার সংসদ সদস্য ও সাবেক অভিনেত্রী রুপা গাঙ্গুলি।

মুসলিমরা অনুপ্রবেশকারী এবং হিন্দুরা শরণার্থী এমন এক প্রশ্নের উত্তরে রুপা জানান, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিলো। মুসলমানদের জন্য পাকিস্তান গড়া হয়, বাংলেদেশও ছিলো মুসলিম প্রধান দেশ। মুসলমানদের জন্য তৈরি হয়েছিলো সেই দেশ। সেক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবেই হিন্দুরা ভারতে চলে আসবেন। পশ্চিমবাংলা তৈরি হয়েছিলো হিন্দুদের জন্যই।

রুপা আরও বলেন, ভারতে নাগরিকত্ব সংশোধনী বিল শুধুমাত্র হিন্দুদের জন্যই নয়, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে নির্যাতিত হিন্দু, শিখ, বৌদ্ধ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষরাও এই বিলের আওতায় রয়েছেন। তাদের কথা মাথায় রেখেই ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছিলো।

স্বাভাবিকভাবেই রুপার এই মন্তব্য ঘিরে আলোচয়া সমালোচনা শুরু হয়েছে ভারতে।

সারাবাংলা/এমআই

রুপা গাঙ্গুলি