নগরীতে উৎসবের আমেজ
২৩ আগস্ট ২০১৮ ১৩:৩৮
।। মেসবাহ শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঈদুল আজহার দ্বিতীয় দিনে বৃহস্পতিবারও উৎসবের আমেজে কাটাচ্ছেন রাজধানীবাসী। দল বেধে আত্মীয়-স্বজনদের বাসায় দাওয়াত কিংবা ঘুরতে বের হচ্ছেন তারা। তবে রাস্তায় গণপরিবহন কম থাকায় যাতায়াতে একটু ভোগান্তিতেও পড়তে হচ্ছে।
সকাল ১১ টার দিকে রাজধানীর পূর্ব মেরুল বাড্ডা গলির মুখে বটতলায় বেশ কয়েকজন নারী ও শিশুকে দেখা গেলো যারা বাসের জন্য অপেক্ষা করছিলেন। শনির আখড়ায় আত্মীয়ের বাসায় দুপুরের দাওয়াত থাকায় একটু আগেভাগেই বের হয়েছেন তারা।
শাহানা বেগম নামের এক নারী জানান, ছোটো বোনের বাসায় অনেকদিন যাওয়া হয় না। তাই যচ্ছি। দুপুরে সেখানে খাওয়ার কথা। কর্মজীবী এ নারী জানান, শহুরে ব্যস্ততার কারণে কাছাকাছি থেকেও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা যায় না। তাই ঈদ এলে মিস করি না।
কেবল মেরুল বাড্ডাই নয়, রাজধানীর প্রতিটি বাসস্টপে এমন অসংখ্য লোক দেখা গেল যারা কোনো না কোনা বাসা-বাড়িতে যাচ্ছেন নিমন্ত্রণ রক্ষা করতে।
মালিবাগ মোড়ে সিরাজুল ইসলাম নামের একজনের সঙ্গে কথা হয়। ছোট্ট মেয়ে আর স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ঘুরতে বেরিয়েছেন। রিকশায় কিছুক্ষণ ঘুরে সিপাহীবাগ এক আত্মীয়ের বাসায় যাবেন তিনি। বললেন, প্রতিবার গ্রামের বাড়ি ঝিনাইদহে ঈদ করি। কিন্তু এবার যাওয়া হয়নি। তাই দুপুরে এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যাব। শুক্রবার দুপুরে আমার বাসায়ও কিছু লোকের আমন্ত্রণ রয়েছে।
এদিকে ঈদের ছুটিতে রাজধানীর হাতিরঝিল এলাকায় তরুণ-তরুণীসহ সব বয়সী লোকের ভিড় লক্ষ্য করা গেছে। দুপুরের দিকে এ ভিড় কিছুটা কম হলেও বেড়া গড়ানোর সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে উঠছে এ এলাকা।
তপ্ত রোদের মধ্যেও হাতিরঝিলের বিশাল এলাকায় ঝিরঝিরে বাতাস। তরু-পল্লবের ছায়ার সঙ্গে মিলে সে বাতাস শান্ত করছে নাগরিক জীবন। লেকের শান্তজলে নিয়ম মেনেই চলছে যাত্রীবাহী স্পিডবোড। রয়েছে বিনোদন কর্নারের বিশেষ আয়োজনও। কোথাও কোথাও সড়কে কিশোর-তরুনদের ক্রিকেট খেলাও চোখে পড়ছে।
ফাঁকা ঢাকায় সড়কে গণপরিবহন কম থাকলেও ব্যক্তিগত গাড়ি আর রিকশা বেশ ভালোই চোখে পড়ছে। দুর্ঘটনা রোধে রাস্তায় পুলিশের গতি নিয়ন্ত্রক চেক পয়েন্ট বসানো হয়েছে। বিজয়নগর এলাকার এমনই একটি চেক পয়েন্টে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, রাস্তা ফাঁকা পেয়ে গাড়ি যাতে অতিরিক্ত গতিতে না চলে সে জন্য এ চেক পয়েন্ট বসানো হয়েছে। এতে করে দুর্ঘটনা এড়ানো যাবে বলে মনে করছেন তিনি।
এদিকে ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশু জবাই দিতে দেখা গেছে। মগবাজার, মধুবাগ, ইস্কাটন রোড, ফকিরাপুল, হাজিপাড়া, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় অল্প পরিসরে এমন দৃশ্য চোখে পড়েছে। এ ছাড়া গতকালের কোরবানির পশুরবর্জ্য কোথাও কোথাও পড়ে থাকা এবং সড়কে রক্ত থাকায় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। সড়ক দিয়ে সিটি করপোরেশন বর্জ্য অপসারণে গাড়িও চোখে পড়ছে।
কোরবানির ঈদে প্রতিবারের ন্যয় এবারও রাজধানীর কাঁচা বাজারগুলো বন্ধ রয়েছে। পাড়ামহল্লায় কিছু কিছু নিত্যপণ্যের দোকান খোলা থাকলেও মূল সড়কের দুধারের দোকানপাট সব বন্ধ দেখা গেছে।
সারাবাংলা/এমএস/এমআই