Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে লঞ্চের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা


২৩ আগস্ট ২০১৮ ১৫:২৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

লক্ষ্মীপুর: অনতিবিলম্বে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালুর দাবিতে লক্ষ্মীপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের উদ্যোগে সকাল ১০টার দিকে কমলনগর উপজেলা শহর থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। ‘প্রাণের দাবি একটাই, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই’ স্লোগানে শোভাযাত্রাটি রামগতি-লক্ষ্মীপুর সড়ক হয়ে বেলা পৌনে ১১টার দিকে লক্ষ্মীপুর শহরে প্রবেশ করে। এরপর জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার রুহুল আমিনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ২০ লাখ মানুষের প্রাণের দাবি দীর্ঘদিন থেকে ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালু করতে হবে। গত বছর প্রধানমন্ত্রী লঞ্চ সার্ভিসের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন। কিন্তু কোন এক অদৃশ শক্তির কারণে থমকে যায় এটি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারী দেন বক্তারা।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর