Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন এলেই সমস্যা দেখা দেয়: মির্জা ফখরুল


২৩ আগস্ট ২০১৮ ১৬:৩১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঠাকুরগাঁও: অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে কোনো সমস্যা না হলেও বাংলাদেশে জাতীয় নির্বাচন এলেই সমস্যা দেখা দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন এলেই সমস্যা তৈরি হয়। এটা কেন? অন্যান্য উন্নয়নশীল রাজনৈতিক দেশগুলোতে তো এমনটি হয় না। পাশের দেশ ভারতেও অনেক সমস্যা আছে, কিন্তু নির্বাচন নিয়ে কোনো সমস্যা তৈরি হয় না। কারণ তারা একটা প্রতিষ্ঠান গঠন করেছে, যে প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করে। কিন্তু আমাদের এখানে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে নির্বাচন আয়োজন এই সরকারের অধীনে সম্ভব নয়।’

বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসবভনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, আমাদের স্বাধীনতার প্রায় ৫০ বছর হতে চললো। অথচ এখন পর্যন্ত একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করতে পারিনি। আমরা এমন কোনো ব্যবস্থা করতে পারিনি, যার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা সুস্থ-অবাধ নির্বাচনের মধ্য দিয়ে সরকারকে পরিবর্তন করতে পারব।’

এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফ, জেলা যুবদলের সভাপতি আবু নূর, ছাত্রদলের সভাপতি কায়েসসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর