লালবাগে প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড
২৪ আগস্ট ২০১৮ ০৯:০৮
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, ইসলামবাগের আলীরঘাট এলাকার ওই গুদামে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে যায়। দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত সোয়া একটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয়রা জানিয়েছেন, গোডাউনের আশপাশের ঘরবাড়ি ও দোকানপাট আগুনে পুড়ে গেছে। গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুদ ছিল। এখান থেকে বিভিন্ন দোকানে প্লাস্টিক সামগ্রী সরবরাহ করা হতো। ছুটির দিন থাকায় ভেতরে কেউ ছিলেন না। গোডাউন বন্ধ ছিল।
এদিকে আগুনের পরপরই লালবাগ, ইসলামবাগ ও আলিরঘাট এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
সারাবাংলা/এমএইচ