Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন


২৪ আগস্ট ২০১৮ ১০:১৪ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ১১:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক।।

লিবারেল পার্টির নেতা স্কট মরিসন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৪ আগস্ট) দলের অভ্যন্তরীণ  ভোটে সদ্য অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে যাওয়া পিটার ডাটনকে ৪৫-৪০ ভোটে হারিয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন মরিসন। লিবারেল পার্টির হুইপ নোলা মারিনো এ খবর নিশ্চিত করেছেন বলে টেলিগ্রাফ জানায়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ নির্বাচনে অংশগ্রহণ করলেও খুব ভালো করতে পারেননি।

মরিসন এর আগে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সদ্য পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বিশ্বস্ত সহযোগী হিসেবে তার পরিচিতি রয়েছে। সম্প্রতি কয়েকটি উপ-নির্বাচনে হেরে যায় টার্নবুলের লিবারেল পার্টি। এছাড়া জনমত জরিপে দেখা যায় টার্নবুলের প্রতি আস্থা হারিয়েছেন মানুষ। এতে দলের শীর্ষ নেতাদের চাপের মুখে পড়ে পদত্যাগে বাধ্য হন টার্নবুল। পার্লামেন্টের সদস্যরা তাকে নতুন করে ভোট আয়োজন করতে বলে।

বিজ্ঞাপন

প্রথমে ক্ষমতা ছাড়তে বিলম্ব করলেও শেষ সময়ে টার্নবুল বলেন, অষ্ট্রেলিয়ার সেবা করা আমার জন্য সৌভাগ্যের। আমি অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ার নাগরিকদের ভালোবাসি। তবে গত কিছুদিন আগে টার্নবুল বলেছিলেন, অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি দেখে বিশ্ববাসী অবাক হচ্ছেন। গত এক দশকের মধ্যে টার্নবুল দেশটির চতুর্থ নেতা হিসেবে অভ্যন্তরীণ সমঝোতায় না হওয়ায় সরে দাঁড়াতে বাধ্য হলেন।

পঞ্চাশ পেরুনো নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্কট মরিসন কঠোর ব্যক্তিত্ব ও বাস্তববাদী নেতা হিসেবে পরিচিত। তিনি ট্যুরিজম অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন। এখন অস্ট্রেলিয়াকে কেমন নেতৃত্ব দিবেন তাই দেখার বিষয়।

সারাবাংলা/এমএইচ/এনএইচ

অস্ট্রেলিয়া স্কট মরিসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর