Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিরাপদ কর্মক্ষেত্র, ২০১৭ সালে নিহত ১২৪২ শ্রমিক


৩০ ডিসেম্বর ২০১৭ ১৩:২৮

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : কর্মক্ষেত্র অনিরাপদ হওয়ার কারণে ২০১৭ সালে ১২৪২ জন শ্রমিক নিহত হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ করেছে, বাংলাদেশ অকুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (ওশি)।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংস্থাটি সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে।

সংগঠনটির চেয়ারপারসন সাকি রেজওয়ানা বলেন, ২০১৭ সালে পরিবহন খাতে সর্বোচ্চ ৪৮৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া নির্মাণখাতে ১৭৯, পোশাকশিল্পে ৫২, কৃষিখাতে ৯৯, স্টিল মিল ও রি-রোলিংখাতে ৮ জন নিহত হয়েছেন। তাছাড়া দিনমজুর নিহত হয়েছেন ১০৩ জন, গৃহকর্মী ২২ জন, শিপব্রেকিং খাতে ১৮ জন, ২৮ জন মৎস্য  চাষি ও অন্যান্য খাতে ২২১জন শ্রমিক নিহত হয়েছেন।

সংগঠনটি জানায়, সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎপৃষ্ট, অগ্নিকাণ্ড, বজ্রপাত, বয়লার ও সিলিন্ডার বিস্ফোরণ ও গৃহ শ্রমিকদের ক্ষেত্রে শারীরিক নির্যাতন এসব মৃত্যুর  কারণ।

কর্মক্ষেত্রে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের জন্য শ্রম আইন ও শ্রম বিধিমালার আলোকে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধানের কার্যকর প্রয়োগের লক্ষ্যে নজরদারি বাড়ানো, বয়লার পরিদর্শকের সংখ্যা বাড়ানোসহ দশ দফা সুপারিশ দিয়েছে ওশি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারপারসন ড. এস এম মোর্শেদ, পরিচালক মাছুম উল আলম প্রমুখ।

সারাবাংলা/এজেডখান/টিএম

অনিরাপদ কর্মক্ষেত্র শ্রমিক আইন শ্রমিক নিরাপত্তা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর