Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি আযৌক্তিক দাবীতে মানববন্ধন


২৯ নভেম্বর ২০১৭ ০৫:৪৯

সারাবাংলা প্রতিবেদন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অযৌক্তিক হারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে এই দাবীতে পুরোনো ঢাকা নাগরিক কমিটি নামে একটি সংঘঠন ঢাকার প্রেস ক্লাবের সামনে আজ (বুধবার) একটি মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ঘন ঘন বিদ্যুতের দাম বাড়ানোকে একটি চক্রান্ত দাবী করে বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনে অপচয়, অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। এগুলো আসলে সরকারের সুনাম নষ্ট করার একটি পরিকল্পনা। প্রধানমন্ত্রী যেন অবিলম্বে বিষয়টিতে নজরদারি করেন।

হোল্ডিং ট্যাক্স নেওয়ায় পুরোনো ঢাকায় স্কোয়ার ফিটের মাপ অনুযায়ী একটি যৌক্তিক নীতিমালা তৈরি করার আর্জিও দক্ষিন সিটি কর্পোরেশোনকে জানান তারা।

এই মানব বন্ধনে সূত্রাপূর, গেন্ডারিয়া, ফরাশগঞ্জ, নারিন্দা, পোস্তগোলা, জুরাইন, নারিন্দা, বংশাল, বাংলাবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, ধোলাইখান প্রভৃতি এলাকার মানুষেরা অংশ নেয়।

 

সারাবাংলা/এমএ/নভেম্বর ২৯, ২০১৭

পুরানো ঢাকা হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি হোল্ডিং ট্যাক্স বৃদ্ধিতে প্রতিবাদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর