পুলিশের ভয়ে পালাতে গিয়ে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল ৬ যাত্রীর
২৪ আগস্ট ২০১৮ ১৯:৪৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ফেনী: ফেনীর লেমুয়া বাজার এলাকায় শ্যামলী পরিবহনের বাসচাপায় ছয় জন মারা গেছেন। নিহত দুই নারী ও চার পুরুষ অটোরিকশার যাত্রী ছিলেন।
শুক্রবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, লেমুয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে পরিবহন তল্লাশি করছিল পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে একটি অটোরিকশা ঘুরে যেতে চাইলে পেছন থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ছয়জন মারা যান।
নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক মধুপুর গ্রামের মৃত আবদুল জাব্বারের ছেলে রুহুল আমিন (৫২), যাত্রী শাহাদাত হোসেন, বেলাল হোসেন, নাসির উদ্দিন, সালমা আক্তার, নাসিমা আক্তার। নিহতরা সোনাগাজী উপজেলার নবাবপুর গ্রামের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তারা সিএনজিযোগে ফেনী থেকে বাড়ি ফিরছিলেন।
ছয়জনের মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি।
ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, ছয়জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/একে