Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেএসসি-জেডিসিতে পাসের হারে বড় পতন


৩০ ডিসেম্বর ২০১৭ ১৩:৪২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:১২

স্পেশাল করেসপন্ডেন্ট 

ঢাকা : এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় গড় পাসের হার কমেছে। একইসঙ্গে কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার পাসের হার গড়ে ১০ শতাংশ কমেছে। এ বছর সম্মিলিতভাবে পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ। অন্যদিকে, গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ০৬ শতাংশ।

এবার এই পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। গতবার এই সংখ্যাটি ছিল দুই লাখ ৩৫ হাজার ৫৯। এবার গতবারের তুলনায় ৪৪ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে। গড় হিসেবে জেএসসি-জেডিসি পরীক্ষায়  পাসের হার ও জিপিএতে বড় পতন হয়েছে।

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার সম্মিলিতভাবে অংশ নিয়েছিল ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। যার মধ্যে পাস করেছে ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন শিক্ষার্থী। অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় এবার পাস করেছে ৮৩ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী।

আট শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে এবার পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। গত বছর জেএসসি-জেডিসিতে সম্মিলিতভাবে ৯৩ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করে। এর মধ্যে জেএসসিতে ৯২ দশমিক ৮৯ শতাংশ এবং জেডিসিতে ৯৪ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফল উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর