রাজধানীতে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী মাদ্রাসার শিক্ষক আটক
২৫ আগস্ট ২০১৮ ১৩:২০
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকা থেকে সামির (৮) নামে অপহরণ হওয়া এক শিশুকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই শিশুকে অপহরণকারী মাদ্রাসা শিক্ষককেও আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
শনিবার (২৫ আগস্ট) দুপুরে র্যাব-৩-এর অপারেশন কমান্ডার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অপহরণকারী মাদ্রাসার শিক্ষকের নাম মো. মইনুল ইসলাম। তিনি নোয়াখালীতে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তিনি হাতিরঝিল সংলগ্ন মধুবাগ এলাকায় দীর্ঘদিন ধরে থাকছেন। সেখানে কখনও লজিং, কখনও প্রাইভেট পড়ানোর কাজ করতেন তিনি। সেই সুবাদে অপহরণ হওয়া সামিরের বাবা মায়ের সাথেও সুসম্পর্ক গড়ে ওঠে বলে জানান সহকারী পুলিশ সুপার।
র্যাবের অপারেশন কমান্ডার বলেন, গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) সামিরকে বেড়ানোর নাম করে বাসা থেকে নিয়ে যান মইনুল ইসলাম। এরপর থেকে আর সামিরের কোনো খোঁজ পায়নি তার পরিবার। মইনুলের ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি। সামিরের বাবা কাওসার আহমেদ পিন্টু হাতিরঝিল এলাকায় মাইক্রোবাস চালান। সেই মাইক্রোবাসে একটি চিরকুটে সামিরের মা মুক্তি বেগম সম্পর্কে আজেবাজে কথা লেখা ছিল। র্যাব সদস্যরা মনে করছেন, পরিবারকে বিভ্রান্ত করতেই ওইসব কথা লেখা হয়েছিল। চিরকুটে এ-ও লেখা ছিল, সামিরকে ছাড়িয়ে নিতে হলে ৫০ হাজার টাকা লাগবে। সেই টাকা অন্য কেউ নিয়ে এলে চলবে না। টাকা নিয়ে আসতে হবে মা মুক্তিকে। একটি ফোন নম্বর লেখা ছিল ওই চিরকুটে।
শুক্রবার (২৪ আগস্ট) সকালে ওই নম্বরে যোগাযোগ করা হলে হাজী ক্যাম্প এলাকায় যেতে বলেন মইনুল। তখন সামিরের পরিবার র্যাবের সঙ্গে যোগাযোগ করেন।
অভিযোগ পেয়ে র্যাব মাঠে নামে। প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে মইনুলের অবস্থান জানতে পেরে র্যাব সদস্যরা সাদা পোশাকে ঘিরে থাকে বিমানবন্দর স্টেশন এলাকা। পরে মা মুক্তি বেগম টাকা নিয়ে রেললাইনের ওপর থেকে ফোন করলে মইনুল এগিয়ে যান টাকা নিতে। ছেলেকে দিয়ে টাকা হাতে নেওয়ার সময় তাকে ধরে ফেলেন র্যাব সদস্যরা।
র্যাব-৩-এর অপারেশন কমান্ডার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, টাকার লোভেই শিশু সামিরকে অপহরণ করা হয়েছিল। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করলে এ ঘটনার আসল রহস্য বের হবে।
সারাবাংলা/ইউজে/টিআর