Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের বিচার দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ


২৫ আগস্ট ২০১৮ ১৩:৫৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

কক্সবাজার: রাখাইন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনীর জাতিগত নির্মূল অভিযানের বর্ষপূর্তিতে ন্যায়বিচারের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ করেছেন কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থী। এ সময় তারা মিয়ানমার সরকারের বিচার ও নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকারের দাবি জানিয়েছেন।

শনিবার (২৫ আগস্ট) সকাল ১০টায় টেকনাফের আশ্রয়শিবিরে গণহত্যার বিচার দাবি রোহিঙ্গাদের বিশাল একটি মিছিল বের হয়। মিছিলটি কুতুপালং বাজারে বেশ কিছুক্ষণ বিক্ষোভ করে। এসময় তারা গণহত্যার বিচার, মিয়ানমারে নিরাপদ পরিবেশ সৃষ্টিসহ নানা স্লোগান দেয়।

বিক্ষোভে অংশ নেওয়া রোহিঙ্গা মওলানা হাবিব উল্লাহ (৬৫) বলেন, আজকের এই দিনে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা নিধনের জন্য গণগত্যা শুরু করেছিল সেনাবাহিনী ও মগরা। এখানে (উখিয়া-টেকনাফ) যারা আশ্রয় নিয়েছেন, তাদের অনেকের ভাই, বোন, মা-বাবা বা আদরের সন্তান কেড়ে নিয়েছেন মিয়ানমার সেনাবাহিনী। এই গণহত্যার বিচার চাই।

আব্দুর রহিম নামের অপর বিক্ষোভকারী বলেন, ‘আশ্রয় শিবিরের আজ এক বছর পূর্ণ হলো। এখনো মিয়ানমারে নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। আমরা আমাদের স্বদেশে ফেরত যেতে চাই। কিন্তু সেখানে যাওয়ার মত পরিবেশ তৈরি না হলে আমরা কিভাবে যাবো।’

রোহিঙ্গা যুবক সৈয়দ করিম বলেন, ‘এখানে খেতে পারছি, নিরাপদে থাকতে পারছি। কিন্তু তারপরও শরণার্থী জীবন ভাল লাগে না। এখানে উন্মুক্ত জায়গা নেই, খেলার মাঠ নেই। আমরা স্বদেশে ফেরত যেতে চাই।’

কুতুপালং ক্যাম্পের সেক্রেটারি মোহাম্মদ নুর বলেন, ‘রোহিঙ্গাদের উপর যে গণহত্যা, নিপীড়ন চালানো হয়ে এর বিচার চাই। এজন্য আন্তর্জাতিক মহলের সহযোগিতা দরকার। রাখাইন রাজ্যে এখনো ফেরার মত পরিবেশ নেই বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর