২০১৮ বিএনপির সাল: ফখরুল
৩০ ডিসেম্বর ২০১৭ ১৩:৪০
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে খালেদা জিয়াকে নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০১৮ সাল বিএনপির সাল।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তবাদী কৃষক দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
একই অনুষ্ঠানে কয়েকজন বক্তা বলেন, ‘‘সরকার চেষ্টা করছে বিএনপির চেয়ারপারসনকে সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখতে। কিন্তু ‘দেশনেত্রী’ খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।’’
সহকর্মীদের এ বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, ‘অনেকেই বলেছেন দেশনেত্রী ছাড়া নির্বাচনে যাব না—নির্বাচনে তো যাব, দেশনেত্রী যাবেন, ওনারা (প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ) থাকবেন না। ২০১৮ সাল খালেদা জিয়ার সাল, ২০১৮ সাল বিএনপির সাল, ২০১৮ সাল তারেক রহমানের সাল, ২০১৮ সাল এই দেশের গণমানুষের সাল, যারা লড়াই করে, যুদ্ধ করে এ দেশের স্বাধীনতা এনেছেন, তাদের সাল।
‘আমরা লড়াই করেছি, লড়াই করে যাচ্ছি, লড়াই করব এবং ২০১৮ সালে অবশ্যই জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এই ভয়াবহ, ফ্যাসিস্ট সরকারকে সরাতে না পারলে এ দেশের কোনো অস্তিত্ব থাকবে না’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, ‘কোন্ খারাপ কাজটা সরকার করে নাই? ব্যাংক সেক্টর শেষ করে দিয়েছে। গণতন্ত্র চর্চার পথ বন্ধ করে দিয়ে ওয়ান ম্যান, ওয়ান পার্টির ব্যবস্থা করেছে, বাংলাদেশের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে।’
‘ভয়াবহ’ অবস্থা থেকে রেহায় পেতে হলে জাতীয় ঐক্য’র কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আমরা রাজনীতি করছি ক্ষমতার জন্য। শুধু বদ্ধ ঘরে অনুষ্ঠান করা আমাদের লক্ষ্য নয়। আমরা ক্ষমতায় যেতে চাই, মানুষের সেবা করতে চাই। সে জন্য প্রয়োজন সংগঠন, আন্দোলন ও নির্বাচন। আমাদেরকে এই তিনটির জন্য প্রস্তুত হতে হবে।’
কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, কৃষক দলের যুগ্ম সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ।
সারাবাংলা/এজেড/ এটি