দেশবাসীকে সজাগ-সতর্ক থাকার আহ্বান খালেদা জিয়ার
২৫ আগস্ট ২০১৮ ১৮:০৯
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ আগস্ট) দলের চেয়ারপারসনের সঙ্গে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ করেন ফখরুল। সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি গণতন্ত্রের লড়াই অব্যাহত রাখার স্বার্থে দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।’
এর আগে শনিবার বিকেল ৪টায় নাজিমউদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান ফখরুল।
সাক্ষাৎ শেষে ফখরুল বলেন, ‘ঈদের দিন আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেদিন অনুমতি পাইনি। আজকে (শনিবার) ম্যাডামের পিএসকে জানানো হয়েছে এবং বলা হয়েছে, আমি ম্যাডামের সঙ্গে দেখা করতে পারব। আমি চারটার সময় এসেছি। ’
বিএনপি মহাসচিব জানান, কারাবন্দি খালেদা জিয়া শারীরিক দিক দিয়ে বেশ অসুস্থ। তবে তার মনোবল শক্ত আছে। অন্যান্য মামলায় তার জামিন বাকি আছে। আমরা আশা করছি, দ্রুতই তার জামিন হবে এবং তিনি কারাগার থেকে বের হতে পারবেন।’
মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপারসন সবার কাছে দোয়া চেয়েছেন। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগে যেমন দেখেছি, তেমনই আছে। তার চেয়ে ভালো নেই। ’
সাংবাদিকের অপর প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে সাংগঠনিক কিংবা রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
সারাবাংলা/ইউজে/একে