সড়ক দুর্ঘটনা তদন্তে ১০ সদস্যের কমিটি গঠন
২৫ আগস্ট ২০১৮ ২১:১৫
।। সারাবাংলা ডেস্ক।।
ঢাকা: ঈদুল আজহার আগে ও পরে নরসিংদী, নাটোর, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দশ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে শনিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এই কমিটি গঠন করা হয়।
সড়ক বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলামকে ওই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী দশদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের জন্য বলা হয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট) ফেনীতে শ্যামলী পরিবহনের বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী প্রাণ হারান।
এর পরদিন শনিবার (২৫ আগস্ট) বিকেলে নাটোরের বড়াইগ্রাম বাসের ধাক্কায় ১৩ জন মারা গেছেন।
সারাবাংলা/একে