চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ২৯
২৫ আগস্ট ২০১৮ ২২:০০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: নগরীর খুলশী এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ২৯ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর মোটেল সিক্স স্বর্ণালী নামে ওই আবাসিক হোটেলে অভিযান চালায় পুলিশ।
অভিযানে ১৩ জন নারী ও হোটেলের ম্যানেজারসসহ ১৬ জন পুরুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ খান।
সারাবাংলাকে তিনি বলেন, হোটেলে জড়ো হয়ে বেআইনি কর্মকাণ্ড ঘটানোর অপরাধে তাদের আটক করা হয়েছে। তবে হোটেলের মালিক এবং সাত কর্মকর্তা পালিয়ে যায়। আটক ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হবে।
সম্প্রতি খুলশীর একটি আবাসিক হোটেলে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকে বিভিন্ন হোটেলে ধারাবাহিকভাবে অভিযান শুরু করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সারাবাংলা/আরডি/এটি