Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর পৌর মেয়র জাহাঙ্গীরের জামিন


২৬ আগস্ট ২০১৮ ১৩:৫৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুর: দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ‘ভিজিএফ’র) চাল বিতরণে পরিমাণে কম দেওয়ার অভিযোগে গ্রেফতার পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের (৫০) জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৬ আগস্ট) দুপুরে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ মন্ডল এ আদেশ দেন।

এরআগে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের আইনজীবী আদালতে জামিন আবেদন করেন।

মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে থাকা আইনজীবী একরামুল আমিন তথ্যের সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, উক্ত মামলায় আদালত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দশ হাজার টাকার বন্ডে অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন।

গত ১৮ আগস্ট দিনাজপুর পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণকালে ওজনে কম দেওয়ার অভিযোগে দিনাজপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন বাদী হয়ে স্টোর কিপার, পৌর মেয়র ও কাউন্সিলর মাসুদুল ইসলাম মাসুদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা করেন। পরদিন ১৯ আগস্ট দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান থেকে পুলিশ পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

সারাবাংলা/এমএইচ

আরও পড়ুন
ভিজিএফ’র চাল কম দেওয়ায় মেয়র গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর