Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক অহেতুক’


২৬ আগস্ট ২০১৮ ১৫:৩১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের খাতিরে বিতর্ক করা হচ্ছে। গঠনমূলক কোন কারণ নেই। রোববার(২৬ আগস্ট) নিজ দপ্তরে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপিরও সদস্য ছিলেন। সুতরাং নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক অহেতুক।

তিনি বলেন, আমাদের দেশের সংস্কৃতি হয়ে গেছে নির্বাচনে হেরে গেলেই সবসময় অভিযোগ করতে হবে। বিশ্বের কোন দেশে এমন দৃষ্টান্ত নেই। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত।

মন্ত্রী আরও বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। এটা আমাদের অর্জন।

এবার ঈদে দেশের সবাই নির্ভয়ে ঈদ পালন করেছে বলেও মন্ত্রী জানান।

সারাবাংলা/এএইচএইচ/এনএইচ

আরও পড়ুন,
‘নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না’

আনিসুল ইসলাম মাহমুদ জাতীয়-নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর