Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে ভূমিকম্পে নিহত ২


২৬ আগস্ট ২০১৮ ১৬:২১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের কেরামনশাহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরামনশাহ বিশ্ববিদ্যালয়ের জরুরি স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা সায়েব সারিদারি জানান, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় রোববার(২৬ আগস্ট) ইরাক সীমান্তের কাছে ৬.০০ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় আল-জাজিরা।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর আরও অন্তত ২১ ছোট ছোট ভূমিকম্প বা আফটার শক অনুভূত হয়।

কেরামনশাহ প্রদেশের গভর্নর হুসেন বাজেভান্দ বলেন, আক্রান্ত এলাকায় পানি সংকট দেখা দিয়েছে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। বেশ কয়েকটি দল উদ্ধার তৎপরতায় কাজ করছে।

স্থানীয় পত্রিকাগুলোর বরাতে বলা হয়, ইরান সীমান্ত থেকে ৩৪২ কিলোমিটার দূরে অবস্থিত ইরাকের বাগদাদেও ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে, গত নভেম্বরে কেরমানশাহ প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্পে অন্তত ৫৩০ জনের প্রাণহানি হয়েছিল।

সারাবাংলা/এনএইচ

ইরান ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর