Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির দিনেও রাজধানীতে ২ হাজার গাড়ির বিরুদ্ধে মামলা


২৬ আগস্ট ২০১৮ ১৬:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ছুটির দিনেও রাজধানীতে ২ হাজার ১৪৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সেইসঙ্গে ৭ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে পুলিশ। এছাড়া ৩৩টি গাড়ি ডাম্পিং ও ২৪৫টি গাড়ি রেকারে দেওয়া হয়েছে।

রোববার (২৬ আগস্ট) ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শনিবার (২৫ আগস্ট) ছুটির দিনে দিনভর অভিযানে ট্রাফিক পুলিশ এসব মামলা ও জরিমানা করে।

তিনি বলেন, উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে ১০৬টি, হাইড্রোলিক হর্ন বাজানোর জন্য ৩২টি ও মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর দায়ে সাতটি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে ৫৫৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ২২টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলার সময় চারটি গাড়ির বিরুদ্ধে সরাসরি মামলা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উপকমিশনার মাসুদুর রহমান আরও বলেন, বাকি মামলাগুলো কাগজপত্র না থাকার কারণে দেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপির এই অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/ইউজে/টিআর

ট্রাফিক আইন অমান্য করায় মামলা ট্রাফিন আইন