বাড়তি টহল ছিল, বড় কোনো অপরাধ হয়নি: ডিএমপি কমিশনার
২৬ আগস্ট ২০১৮ ১৮:০৭
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঈদের ছুটিতে অধিকাংশ বাসাবাড়ি ও অফিস খালি থাকায় এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাটা চ্যালেঞ্জিং ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, ‘ঈদের এই ছুটিতে যেন চুরি-ডাকাতি বেড়ে না যায়, সেজন্য থানা পুলিশের টহল ডিউটি বাড়ানো হয়েছিল। এ কারণেই এই সময়ে বড় কোনো অপরাধ সংঘটিত হয়নি।’
রোববার (২৬ আগস্ট) সকালে ডিএমপি সদর দফতরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত পুলিশ কর্মকর্তাদের তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে আমরা নগরবাসীর ঈদ উদযাপনের ব্যবস্থা করেছি। আমরা নিজেরা ঈদের ছুটি না নিয়ে সাধারণ মানুষের নামাজ ও উৎসবে নিরাপত্তা দিয়েছি। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে নগরীর আইনশৃঙ্খলা রক্ষা করেছি। এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না বলিই আমরা মনে করি।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘শুধু ঢাকা নয়, ঈদের সময়ে গোটা দেশের কোথাও বড় ধরনের কোনো অপরাধ সংঘটিত হয়নি। বিশেষ করে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। ঈদের আগে নগরবাসী নিরাপদে শপিং করেছেন। এমনকি গভীর রাতেও শপিং করে নিরাপদে বাড়ি ফিরেছেন। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।’
সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে পুলিশের ভূমিকা ও ঈদুল আজহায় পুলিশ বাহিনীর পেশাদারভাবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী ডিএমপিসহ পুলিশ বাহিনীর প্রশংসা করেছেন বলে জানান ডিএমপি কমিশনার। তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কোথাও দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটেনি। ভবিষ্যতেও আমরা দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব।’ পেশাদারিত্বের সঙ্গে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনে তিনিও সব পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
সারাবাংলা/ইউজে/টিআর