Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবার আসর থেকে হোটেল মালিকসহ আটক ৪


২৬ আগস্ট ২০১৮ ১৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ইয়াবা কেনা-বেচা ও সেবনের আসর থেকে অভিজাত আবাসিক হোটেল মালিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ আগস্ট) সকালে নগরীর কোতোয়ালী থানার সতীশ বাবু লেনে দোভাষ কলোনির একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক চারজন হলেন- নগরীর লাভ লেইন নূর আহমদ সড়কের হোটেল আল ফয়সালের মালিক খালেদ মাদানী (৩৯) এবং তার তিন সহযোগী এনাম (৩১), আবছার মিয়া (৩০) ও গিয়াস উদ্দিন (৩৪)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে বলেন, সতীশ বাবু লেনের বাসাটিকে হোটেল মালিক খালেদ মাদানী ও তার ঘনিষ্ঠরা ইয়াবা কেনা-বেচা ও সেবনের আসর হিসেবে ব্যবহার করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তারা এই কাজ করে আসছিল।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে ওই আসরে অভিযান চালিয়ে আটকের পর চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

সারাবাংলা/আরডি/এমআই

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর