Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু সোমবার


২৬ আগস্ট ২০১৮ ১৯:১৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র প্রথম ফিরতি হজ ফ্লাইট আসবে আগামীকাল (সোমবার)। মোট ৪১৯ যাত্রী নিয়ে রাত ১০টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে।

রোববার (২৬ আগস্ট) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বিজি-৪০১২ ফ্লাইটটি আগামীকাল (সোমবার) ঢাকার উদ্দেশে জেদ্দা থেকে ছেড়ে আসবে। এর পরের ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে সোমবার রাত ১টা ৪০ মিনিটে।

প্রথম ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানাতে বিমান ও সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৪৩টি ডেডিকেটেড হজ ফ্লাইট এবং ২৯টি শিডিউল ফ্লাইট অর্থাৎ মোট ১৭২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।

যারা দেশে ফেরার জন্য যাত্রার তারিখ পরিবর্তন করতে চান তারা মক্কা, মদিনা ও জেদ্দায় বিমানের সেবাকেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করেছে বিমান কর্তৃপক্ষ।

যাত্রার নির্ধারিত তারিখ প্রথম ৭ দিনের মধ্যে পরিবর্তন করতে চাইলে ৬শ’ সৌদি রিয়াল, পরের ৭ দিনের মধ্যে ৫শ’ রিয়াল এবং তারওপরে ৪শ’ সৌদি রিয়াল পরিবর্তন ফি দিয়ে এই সেবা নেওয়া যাবে।

এই বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৬৭টি হজ ফ্লাইটে সৌদি আরব গেছেন ৬২ হাজার ৭৯৬ জন।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর