Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মামলায় যুবদল নেতা টুকুর ১৩ দিনের রিমান্ডে


২৬ আগস্ট ২০১৮ ২০:২৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ ক্ষমতা আইনসহ নাশকতার পৃথক সাত মামলায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (আগস্ট) শুনানি শেষে ঢাকার বিভিন্ন মহনগর হাকিম এ রিমান্ডের আদেশ দেন।

শাহবাগ থানার দুই মামলায় তিনদিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ, বংশাল থানার এক মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এবং মতিঝিল থানার পৃথক তিন মামলায় এক দিন করে মোট ৩ দিনের ও শাহজাহানপুর থানার এক মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মো. মাজহারুল হক।

রাজধানীর বিভিন্ন থানায় ১১ মামলায় টুকুকে গ্রেফতার দেখি রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ৬ মার্চ দুপুরে বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। মানববন্ধন শেষে দলের নেতা-কর্মীরা মিছিল বাহির করতে চায়লে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে ক্ষুদ্র হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও পুলিশের কাজে বাধা দেয় এবং গাড়ি ভাঙচুর করে। ওই ঘটনায় শাহবাগ থানার এসআই বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

গত ১২ জুন রাতে টুকুকে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সারাবাংলা/এআই/এমআই

সুলতান সালাউদ্দিন টুকু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর