Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী নির্বাচন এবং খা‌লেদার মামলার যোগসূত্র থাক‌তে পা‌রে’


৩০ ডিসেম্বর ২০১৭ ১৫:২১

স্টাফ করেসপন্ডেন্ট

আগামী জাতীয় নির্বাচ‌ন এবং বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার নামে চলা মামলার যোগসূত্র থাক‌তে পা‌রে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন লিবা‌রেল ডেমো‌ক্রে‌টিক পা‌র্টির সভাপ‌তি ক‌র্নেল (অব.) অ‌লি আহমদ। শ‌নিবার দুপু‌রে রাজধানীর ইনস্টিটিউশান অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়ত‌নে দ‌লের এক ব‌র্ধিত সভায় এ মন্তব্য ক‌রেন তিনি।

বেগম জিয়ার নামে আদালতে যে মামলা চলছে সেটা দায়ের হ‌য়ে‌ছে ২০০৮ সালে, এই ছোট মামলার রায় দিতে কেন এত সময় লাগছে- প্রশ্ন তুলে অ‌লি আহমদ ব‌লেন, রা‌য় এবং নির্বাচ‌নের মধ্যে যোগসূত্র র‌য়ে‌ছে। দেখা যাবে মামলার রায় এবং জাতীয় নির্বাচ‌নের তা‌রিখ ঘোষণার মধ্যে এক সপ্তাহের ব্যবধান রয়ে‌ছে। কারণ ২০ দলীয় জোট‌কে বেকায়দায় ফে‌লে আওয়ামী লীগ নির্বাচ‌নে যেতে চায়। কিন্তু বিএন‌পি কখ‌নোই ফাঁকা মা‌ঠে গোল দি‌তে দে‌বে না।

তিনি অভিযোগ তোলেন- দেশে গুম-খুন এখন প্রতিদিনের ঘটনা। ২০ দলীয় জোটকে সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, ঘ‌রোয়া মি‌টিং কর‌তে হ‌লেও পু‌লি‌শকে অনু‌রোধ কর‌তে হয়। বিচার বিভাগের ওপর তারা প্রভাব বিস্তার করেছে। আওয়ামী লীগ সরকা‌রের সঙ্গে‌ প্রতিবেশী দেশগু‌লোর সম্প‌র্কের অবন‌তি হয়েছে। রোহিঙ্গা প্রসঙ্গে টেনে যোগ করেন, বর্তমান সরকা‌রের সব‌চে‌য়ে কাছের বন্ধু ভারত। রোহিঙ্গা ইস্যুতে জা‌তিসং‌ঘে দু’বার ভোট হয়ে‌ছে, ভারত সমর্থন দেয়নি।

সারাবাংলা/এমএমএইচ/এটি

অ‌লি আহমদ এলডিপি খালেদা জিয়া নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর