Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোলে ঝুলন দোলায় দোলে রাই কিশোরী


২৬ আগস্ট ২০১৮ ২২:০৮

আজ রোববার (২৬ আগস্ট) শেষ হবে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। সিলেটে প্রতিবছরই মনিপুরী সম্প্রদায়ের মানুষরা এই উৎসব পালন করলেও সনাতন ধর্মাবলম্বী সকল সম্প্রদায়ের মধ্যেই এই উৎসবের প্রচলন আছে।

তবে এ উৎসবের বড় ধরনের আয়োজন মনিপুরী সম্প্রদায়ের মানুষরা করে থাকেন। নগরের মণিপুরী রাজবাড়ি, লামাবাজার, মির্জাজাঙ্গাল, লালাদিঘির পাড়, শিবগঞ্জ, কুশিঘাট এলাকার মণিপুরী মন্দিরগুলোতে গত বুধবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ঝুলন যাত্রা উৎসব। প্রতিদিন উৎসবের আনুষ্ঠানিকতা পঞ্জিকা অনুযায়ী বিভিন্ন তিথিতে শুরু করা হয়।

রাধা-কৃষ্ণের প্রতিমা সুসজ্জিত দোলনায় স্থাপন করে দোল দেওয়া এই অনুষ্ঠানের প্রধান কাজ। শ্রাবণ মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই উৎসব উদ্যাপন করা হয়।

প্রতিমা প্রদর্শন, প্রসাদ বিতরণ, আরতি করা ছাড়াও এই উৎসবের প্রধান আকর্ষণ ঝুলন নৃত্য। কথক, ভরতনাট্যম ও মণিপুরী নৃত্যের সমন্বয়ে পরিবেশন করা হয় ঝুলন নৃত্য। যারা নৃত্য পরিবেশন করেন তারা নিজেদেরকে রাধা-কৃষ্ণের সখি ভেবে নাচের মাধ্যমে আনন্দ উদ্যাপন করেন।

চারদিন চারটি ভিন্ন কুঞ্জে এই ঝুলন নৃত্য পরিবেশিত হয়। শেষ দিন নিভৃত নিকুঞ্জ বনে নৃত্য পরিবেশন করা হয়। ওইদিন সারারাত নৃত্য পরিবেশন করে রাধা-কৃষ্ণের সামনে দেয়া ভোগের পায়েশ সখিদের খাওয়ানোর মাধ্যমে শেষ হয় ঝুলন যাত্রা উৎসব।

শাস্ত্রমতে, এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ কদম গাছে ঝোলানো দোলনায় পাশাপাশি বসে শ্রীরাধাকে প্রেম নিবেদন করেছিলেন। তাই ঝুলনকে প্রেমের উৎসব বলেও আখ্যায়িত করেন অনেকে।

রোববার নগরীর লালাদিঘীরপাড় মণিপুরী মন্দির থেকে ছবিগুলো তুলেছেন মামুন হোসেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআই

ঝুলন