‘বাঙালি খেদাও ইস্যুতে বাংলাদেশের ওপর চাপ তৈরি হচ্ছে’
২৬ আগস্ট ২০১৮ ২২:১৮
।। কলকাতা থেকে ।।
অাসামের নাগরিক পঞ্জি তালিকা প্রকাশের পর বাঙালি খেদাও ইস্যুতে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা মন্ত্রী সাধন পান্ডে।
রোববার (২৬ আগস্ট) কলকাতার ইন্ডিয়ান ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে মন্ত্রী বলেন ‘বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ, তারা সন্ত্রাসবাদ ইস্যুতে জিরো টলারেন্স নীতি নিয়েছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী যেকোনো নাশকতা বা কর্মকান্ড ঠেকাতে সে দেশের বর্তমান সরকার সুনিশ্চিত করেছে। এই অবস্থায় বাংলাদেশের ওপর নতুন করে কোনো চাপ সৃষ্টি করা একেবারেই উচিত নয়।
তিনি বলেন ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতকে বড় ভাইযের মতো বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। উল্টে তারা বলছে অসমের মানুষকে খেদিয়ে বাংলাদেশে বিতাড়ন করা হবে। এই ধরনের মনোভাব ভাল নয়।’
তার অভিমত ‘মিয়ানমারে গণতন্ত্র না থাকার কারণে সেখান থেকে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসছে। আমাদের অপেক্ষা করতে হবে যাতে তারা সুষ্ঠু ভাবে নিজেদের দেশে ফেরত যেতে পারে। মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকেই আমাদের সেই সব রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে।’
সারাবাংলা/এমআই