ফ্লোরিডায় ভিডিও গেম ক্যাফেতে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২
২৭ আগস্ট ২০১৮ ০৯:০৯
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ভিডিও গেম ক্যাফেতে গোলাগুলির ঘটনায় বন্দুকধারীসহ অন্তত ২ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৬ আগস্ট) বিকেলে জ্যাকসনভ্যাইলের একটি রেস্টুরেন্টে এই হতাহতের ঘটনা ঘটে বলে বিবিসি জানায়।
পুলিশের বরাতে বলা হয়, জ্যাকসনভ্যাইলের একটি ক্যাফে থেকে ভিডিও টুর্নামেন্ট গেম স্ট্রিমিং করা হচ্ছিল। এসময় বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। হামলাকারীকে ডেভিড কাটজ পরিচয়ে শনাক্ত করা হয়েছে। সে বাল্টিমোরের অধিবাসী। হামলার পর নিজেও আত্মহত্যা করে। এ ঘটনায় দ্বিতীয় কোন সন্দেহভাজন নেই।
স্থানীয় পত্রিকাগুলো জানায়, ডেভিড টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল এবং পরাজয় মানতে না পেরে সে রাগান্বিত হয়ে ক্যাফেটিতে গোলাগুলি চালায়। তবে পুলিশ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
গেমার্সরা জ্যাকসনভ্যাইলের ওই রেস্টুরেন্টের জিএলএইচএফ গেমবারে আমেরিকান ফুটবল ম্যাডেন খেলাটি খেলছিলেন। ভিডিও শেয়ারিং ওয়েবসাইট টুইচ থেকে যারা লাইভ ভিডিও দেখেছেন তারাও ঐ সময়ে গুলির শব্দ শুনতে পেয়েছেন।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
যুক্তরাষ্ট্রে গাড়ি চালানোয় তিন নারীকে গুলি, ১ জন গ্রেফতার