সড়ক পরিবহনের উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু
২৭ আগস্ট ২০১৮ ১৫:৪১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সড়ক পরিবহনের উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। সোমবার (২৭ আগস্ট) বিকালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রি মশিউর রহমান রাঙ্গা, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, স্বরাস্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব।
এছাড়াও বৈঠকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, উত্তর সিটি করপোরেশনের মেয়র, মহাপুলিশ পরিদর্শক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সব বিভাগীয় কমিশনার ও সব মেট্রোপলিটনের পুলিশ কমিশনাররা অংশ নিয়েছেন।
সারাবাংলা/এএইচএইচ/এমও
ওবায়দুল কাদের নিরাপদ সড়কের দাবি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ