Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনিপুর স্কুল জুড়েই উৎসব


৩০ ডিসেম্বর ২০১৭ ১৬:১০

স্টাফ করেসপন্ডেন্ট

পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সবগুলো শাখাই যেন উৎসবে ঢল নেমে আসে। বাদ্যযন্ত্রের সঙ্গে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও।

শনিবার রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মেইন বালিকা শাখায় গিয়ে দেখা যায় সকাল ১১টা থেকে উদ্বিগ্ন শিক্ষার্থীরা স্কুল চত্বরে আসতে থাকে। তবে দুপুরের পরেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই শুরু হয়ে যায় উৎসব। মোবাইল ফোনে অনেকেই ফলাফল পেয়ে যায়।

প্রতিষ্ঠানে অধ্যক্ষ মোহাম্মদ ফরাদ হোসেন জানান, এ বছর ৩ হাজার ২৭৬ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৭০ শতাংশ জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়া পিএসসি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৫৮০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৯০ শতাংশ জিপিএ ৫ পেয়েছে। উভয় পরীক্ষার্থীদের মধ্যে কোনো ফেল নেই।

ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ কামাল আহমেদ বলেন, স্কুলের শিক্ষকদের দক্ষতা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের জন্য এত ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।

পঞ্চম শ্রেণীর হুমায়রা রওশন ও নাবিয়া তাসনীম জানায়, তাদের এই ভালো ফলাফলের পিছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান রয়েছে। তারা বড় হয়ে ডাক্তার হতে চায়।

(সারাবাংলা/জেজে/৩০ ডিসেম্বর ২০১৭)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর