Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির অবস্থা লেজ গোটানোর মতো : হাছান মাহমুদ


৩০ ডিসেম্বর ২০১৭ ১৭:১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

বিএনপি ক্ষমতায় আসার জন্য নানা ধরনের নাশকতার ছক কষছে এবং অপকর্মের ফাঁদ পেতেছে। কিন্তু কোনো লাভ নাই। পরাজিত সিংহ বা কুকুর হেরে যাওয়ার পর লেজ গুটিয়ে যেমন চলে যায় বিএনপির অবস্থা অনেকটা সেই রকম। বিএনপি ক্ষমতায় আসার জন্য ২০১৩, ১৪ এবং ১৫ সালে নানা ধরনের অপকর্ম করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ ।

বিজ্ঞাপন

সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে জিয়া পরিবার কর্তৃক পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জানুয়ারী মাস থেকে আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে সর্তক থাকার নির্দেশ দিয়েছে। বেগম জিয়া ও তার পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
এ সময় তিনি আরো বলেন, বিএনপিকে জনগন বয়কট করেছে। তারা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এক চোরকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতেয়ার সাইদ ইরানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জসীম উদ্দিন শাহসহ উত্তর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতারা।

সারাবাংলা/আরসি

ছাএলীগ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর