Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি কর্মকর্তাদের গ্রেফতারে অসুবিধা হবে না: দুদক চেয়ারম্যান


২৭ আগস্ট ২০১৮ ২০:৫৫

ফাইল ছবি

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: স্বাধীন সংস্থা হওয়ায় দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের গ্রেফতারে দুদকের অভিযান থেমে থাকবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘দুদক ঠুঁঠো জগন্নাথ হবে না। গ্রেফতারও থেমে থাকবে না। প্রয়োজনের সময় গ্রেফতার করা হবে এবং দুর্নীতিবাজদের গ্রেফতারে কোনো সমস্যা হবে না।’

সোমবার (২৭ আগস্ট) দুদক কার্যালয়ের সামনে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘আইনটি যেভাবেই পাস হোক না কেন, অসৎ ও দুর্নীতিবাজ অফিসারদের উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। যত আইনই হোক, তাদের আইনের আওতায় আনতে দুদকের কোনো অসুবিধা হবে না।’ দুদক যতদিন আছে, দুর্নীতি করে রেহাই পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইকবাল মাহমুদ আরও বলেন, ‘দুদকের ফাঁদ মামলা চলবে— এতে কোনো সন্দেহ নেই। কেউ যদি মনে করে, আমি অবিরত ঘুষের রাজ্যে বাস করি এবং ঘুষ খেয়ে আইনের সুরক্ষা পাবো— সেটা অসম্ভব।’

দুদক চেয়ারম্যান জোর দিয়ে বলেন, “আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, যে আইন-ই হোক না কেন, দুদকের দ্বায়িত্ব পালনে কোনো অসুবিধা হবে না। ‘দুদক নখদন্তহীন’— ওই জামানা আর ফিরে আসবে না।’

সারাবাংলা/ইএইচটি/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর