।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষে বাড়ি যাবার পথে রমজান আলী খোকন (২৭) নামে এক যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে। একইসঙ্গে ছুরিকাঘাতে আহত তার ভাই ফিরোজও মারা গেছেন।
সোমবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগাহাটে এই ঘটনা ঘটে।
ছোট দারোগাহাটের কুটুমবাড়ি নামে একটি কমিউনিটি সেন্টারে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সীতাকুণ্ডের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দিদারুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিদারুল আলম সারাবাংলাকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে প্রোগ্রাম শেষ হয়। আমি বাসায় চলে আসি। প্রোগ্রাম থেকে বেরিয়ে রমজান ও তার ভাই মহালঙ্কা গ্রামে বাড়িতে যাওয়ার পথে তাদের ওপর হামলা হয়। এলাকায় তার রাজনৈতিক প্রতিপক্ষরা এই হামলা করেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার রমজানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজান ও ফিরোজকে হাসপাতালে নিয়ে যান মোবারক নামে স্থানীয় আরেক যুবলীগ কর্মী।
মোবারক সারাবাংলাকে জানান, অনুষ্ঠান শেষে তিনজন মোটর সাইকেলে চড়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে তাদের ওপর ৫-৬ জনের একটি গ্রুপ হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
রমজান বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সদস্য। তিনি সংসদ সদস্যের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুনের নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ সংসদ সদস্যের বিরোধী হিসেবে এলাকায় পরিচিত।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এইচ এম মশিউদ্দৌলা রেজা সারাবাংলাকে বলেন, রমজানের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা আছে। প্রতিপক্ষ গ্রুপ তাকে হত্যা করেছে বলে জানতে পেরেছি। আমরা হত্যাকারীদের ধরার চেষ্টা করছি।
সারাবাংলা/আরডি/এমআই