সরকারি হলো আরও ৫ কলেজ
২৭ আগস্ট ২০১৮ ২২:৩৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: দ্বিতীয় দফায় আরও পাঁচটি কলেজ সরকারিকরণ করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত ১২ আগস্ট ২৭১ কলেজ সরকারি করে প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন করে সরকারি করা কলেজগুলো হলো- রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি কলেজ এবং বাগেরহাটের কচুয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ, দিনাজপুরের কাহারোল উপজেলার কাহারোল ডিগ্রি কলেজ ও খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজ। এ নিয়ে দেশে মোট সরকারি কলেজের সংখ্যা দাঁড়ালো ৬০৩ টিতে।
সরকারি করা কলেজশিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০১৮-এর আলোকে এ কলেজগুলো সরকারি করার সিদ্ধান্ত হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, যেসব উপজেলায় কোনো সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজকে সরকারি করা। তারই আলোকে এ কলেজগুলো সরকারি করা হলো।
সারাবাংলা/এমএস/