Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামির মৃত্যু


২৮ আগস্ট ২০১৮ ১১:১৬

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নাটোর: নাটোরের লালপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মেহের আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। র‌্যাবের দাবি, মৃত ব্যক্তির নামে হত্যা-মাদকসহ ১৪টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার চামটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত মেহের আলী উপজেলার ভাদুর মোড়ের বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ৫ সিপিসি ২ এর মেজর শিবলী মোস্তফা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাবের একটি অপারেশন দল লালপুর উপজেলায় টহলে বের হয়। টহলের এক পর্যায়ে উপজেলার চামটিয়া গ্রামে পৌছালে সেখানে কয়েকজনকে একসাথে দলবদ্ধ হয়ে থাকতে দেখে র‌্যাবের দল সেদিকে অগ্রসর হলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে মেহের আলী গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় মেহের আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব জানায় মেহের আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদক সহ ১৪টি মামলা চলমান রয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদক,অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর