Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজাহানপুরে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


২৮ আগস্ট ২০১৮ ১২:২০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

রাজধানীর শাহজাহানপুর এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঐ শিশুকে রাত সাড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে পুলিশ।

শাহজাহানপুর থানার উপ পরিদর্শক(এসআই) মাহফুজুর রহমান বলেন, শিশুটি শাহজাহানপুরের একটি বস্তিতে থাকে। সোমবার বিকেলে পাশের বস্তির শিপন(১৭) বাসায় ঢুকে শিশুটিকে ধর্ষণ করে।

তিনি আরও জানান, রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। রাতেই শিপনকে গ্রেফতার করা হয় এবং শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

ঢামেক শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর