Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেট্রোলের আগুনে দগ্ধ কলেজছাত্রী মারা গেছেন


২৮ আগস্ট ২০১৮ ১৩:০১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া গ্রামে প্রতিপক্ষের দেওয়া পেট্রোলের আগুনে দগ্ধ মুক্তি আক্তার (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গত ১৯ আগস্ট আগুনে দগ্ধ হয় মুক্তি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটি ভর্তি করলে গতকাল রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মুক্তি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের মেয়ে। সে পাবনা এডওয়ার্ড কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, গত ১৯আগস্ট রাতে বার্ন ইউনিটে ভর্তি হয় মুক্তি। মুক্তির শ্বাসনালীসহ শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

মুক্তির ভাই নাসির উদ্দিন জানান, গত ২ আগস্ট স্থানীয় সরকারি ক্যানেলে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় আ. ছালাম, পল্লী চিকিৎসক জাহিদসহ কয়েক জনের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে হামলাকারীরা। ভাঙচুরের ঘটনায় মুক্তির বাবা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেলন হক বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা করেন। তার পর থেকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দিত।

নাসির উদ্দিন আরও জানান, গত ১৯ আগস্ট সকালে স্থানীয় সালাম, জাহিদসহ ৩০/৩২জন তাদের বাড়িতে এসে তাকে এবং তার বাবাকে খুঁজতে থাকে। তাদের না পেয়ে বাড়ি ভাঙচুর করে। তখন মুক্তা এগিয়ে আসলে মুক্তার শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় মুক্তির চাচাত বোন আফরোজা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।

বিজ্ঞাপন

সাঁথিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার জানান, এ ঘটনায় গত ১৯ আগস্ট অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়। সেই মামলায় ২৫ জনকে গ্রেফতার করা হয়। তারা এখন জেল হাজতে আছেন।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর