Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে জোরালো কর্মসূচি আসছে’


২৮ আগস্ট ২০১৮ ১৩:৪০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জোরালো কর্মসূচি আসছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এর আগে আাগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।

বিএনপি চেয়ারপারসনের মুক্তির জন্য প্রায় একমাস দলের কোনো কর্মসূচি নেই— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘এটা ভুল কথা আপনাদের। আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কর্মসূচি থাকে। আবারও কর্মসূচি আসছে। জোরালো কর্মসূচি আসছে। কেমন কর্মসূচি আসছে— তা সঠিক সময়ে দেখতে পাবেন।’

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশকিছু দিন ধরেই জাতীয় ঐক্যের কথা আসছে এবং এ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর আসছে। জাতীয় ঐক্যের সেই প্রক্রিয়াটা কতদূর এগিয়েছে— এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘গণমাধ্যমের ওপরে আমাদের প্রচণ্ড আস্থা রয়েছে। কিন্তু গণমাধ্যম কি তাদের সঠিক দায়িত্ব পালন করছে? তারা এমন সব রিপোর্ট করছেন, নিউজ দিচ্ছেন, যা বিভ্রান্তি তৈরি করছে, যেগুলো সঠিক নয়। সেগুলোর কথাই আপনারা বলছেন।’

তিনি বলেন, ‘আপনারা তালিকা দিয়ে দিচ্ছেন সব মহলের। আমার মনে হয় গণতন্ত্রকে সুসংহত করার জন্য, রাষ্ট্রকে নির্মাণ করার জন্যে গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকা তারা সঠিকভাবে পালন করছেন না। এটা একটা ক্রান্তিকাল। এর ওপর নির্ভর করবে আগামী দিনগুলোতে এ দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না।’

বিজ্ঞাপন

ফখরুল বলেন, ‘বিএনপির ক্ষমতায় আসার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে যদি আজকে এমন দেখা যায় যে বিএনপি নির্বাচনে গেল না, সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না, কোনো দিন হতে পারে না। সুতরাং নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য, নির্বাচনকে অর্থবহ করার জন্য সরকারের যেমন বড় দায়িত্ব রয়েছে, সেইসঙ্গে গণমাধ্যম ও সুশীল সমাজসহ সবারই দায়িত্ব রয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/জেএএম

খালেদা জিয়ার মুক্তি বিএনপি মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর