কলকাতায় ডাকাতির অভিযোগে ৫ বাংলাদেশি গ্রেফতার
২৮ আগস্ট ২০১৮ ১৬:৫৬ | আপডেট: ২৮ আগস্ট ২০১৮ ১৬:৫৭
।। শুভজিৎ পুততুন্ড ।।
কলকাতা থেকে: পশ্চিমবঙ্গের কলকাতার নিউটাউনে নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পে ডাকাতির ঘটনায় ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন- আলামিন আহমেদ, ফারুক আলি সাপুই, আনারুল সাহাজি, সাবির আলি সর্দার, মোহম্মদ শাহিন বিশ্বাস।
এর আগে, গত ১৬ আগস্ট নিউটাউনের ফিনান্সিয়াল হাবের কাছে মেট্রো প্রকল্প এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ১৯ আগস্ট ৪ সন্দেহভাজনকে আটক করে বিধাননগর কমিশনারেট পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে কলকাতা, ডানকুনি ও দমদম এলাকায় তল্লাশি চালিয়ে অপর ৮জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৫ জন বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ।
বিধাননগর কমিশনারেট ডি সি হেডকোয়ার্টার অমিত পি জাভালগি জানান, গ্রেফতারকৃত ৫ বাংলাদেশির বাড়ি সাতক্ষীরা ও খুলনা জেলায়। এদের বয়স ১৯ থেকে ২৩ এর মধ্যে। এরা প্রত্যেকেই অবৈধভাবে অনুপ্রবেশ করে ভুয়া কাগজপত্র নিয়ে ভারতে বসবাস করে আসছে। এদের বিরুদ্ধে বেশ কয়েকটি কারখানাসহ মেট্রো প্রকল্পে চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।
ডাকাতির অভিযোগে গ্রেফতার হওয়া এই ১২ জনকেই মঙ্গলবার (২৮ আগস্ট) বারাসাত আদালতে তোলা হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এএস