Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ নভেম্বর আধাবেলা হরতাল


২৯ নভেম্বর ২০১৭ ০৬:৪৬

সারাবাংলা প্রতিবেদন

গত ২৩ নভেম্বর বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদের সিপিবি, বাসদ ও বাম মোর্চা ৩০ নভেম্বর সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত আধা বেলার হরতালের ডাক দেন।

দলগুলো আজ (বুধবার) পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে জানান, ইতিমধ্যেই গণ শুনানিতে বিশেষজ্ঞ, সাধারণ ব্যবহারকারীরা যুক্তি ও তথ্য দিয়ে প্রমাণ করেছেন, যদি দুর্নীতি লুটপাট, অপচয়, অব্যবস্থাপনা, জ্বালানী চুরি না হয় তবে প্রতি ইউনিটে এখনই ১টাকা ৫৬ পয়সা করে কমানো সম্ভব। তা না করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
সরকার সেই গণ শুনানিতে আমল না দিয়ে অধিক মুনাফার লক্ষ্যে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন। যা পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এই দাম বৃদ্ধির প্রভাব সাধারণ জনগণ, বিশেষ করে খেটে খাওয়া কম আয়ের মানুষের উপরে পরবে। এ ছাড়াও কৃষি ও ক্ষুদ্র শিল্পেও এই দাম বাড়ার মাশুল দিবেন। এ সবের প্রভাবে চাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, বাড়বে জীবনযাত্রার ব্যয়ও।
এই প্রতিবাদে ৩০ তারিখ সারাদেশে আধা বেলা হরতাল পালনের আহ্বান জানান নেতৃবৃন্দ। তাদের সাথে একাত্মতা জানিয়েছেন বিভিন্ন বুদ্ধিজীবী সংগঠন।

সারাবাংলা/এমএ/নভেম্বর ২৯, ২০১৭

৩০ নভেম্বর হরতাল বাম দলের হরতাল বিদ্যুতের দাম বাড়ায় হরতাল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর