Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের শেয়ারের দাম বৃদ্ধিতে মঙ্গলবার সূচক ঊর্ধ্বমুখী


২৮ আগস্ট ২০১৮ ১৯:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে লেনদেন। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার (ডিএসই) লেনদেন হওয়া ৮৬ শতাংশ ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের শেয়ারের মধ্যে ২৬টির দাম বেড়েছে। বাকি চারটি ব্যাংকের শেয়ারের মধ্যে ২টি ব্যাংকের শেয়ারের দাম কমেছে বাকি দুইটির কোনো পরিবর্তন হয়নি।

বিজ্ঞাপন

ডিএসই জানায়, মঙ্গলবার ডিএসইতে ৩৩৩ টি কোম্পানির ১৭ কোটি ১৩ লাখ ১৮ হাজার ১১৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১৩৭টির এবং ৪৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামে কোন পরিবর্তন হয়নি। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬১১ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা। এদিন, ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৪ পয়েন্টে উন্নীত হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল হাউজিং, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, বিবিএস কেবলস, ইফাদ অটোস, সিটি ব্যাংক ও অ্যাক্টিভ ফাইন।

অন্যদিকে, দাম বৃদ্ধির শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো:- আইপিডিসি, আরডি ফুড, ইনটেক অনলাইন, আইটি কন্সালটেন্ট, নরদার্ন জুট, আরএসআরএম স্টিল, শেফার্ড ইন্ডাঃ, পাওয়ারগ্রীড, বিএসসিসিএল ও এইচআর টেক্সটাইল।

দাম কমার ক্ষেত্রে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইমাম বাটন, এসইএমএল আইবিবিএল শরীয়াহ্ ফান্ড, মুন্নু সিরামিকস, সিএপিএম আইবিবিএল মি. ফা., স্ট্যান্ডার্ড সিরামিকস, লিব্রা ইনফিউশনস, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।

সারাবাংলা/জিএস/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর