Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখ ভার করে ফিরে গেলেন মান্না


২৮ আগস্ট ২০১৮ ২৩:১৭ | আপডেট: ২৯ আগস্ট ২০১৮ ২১:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ড. কামাল হোসেনের বাসায় বেশ হাসিমুখে বৈঠকে অংশ নিতে এসেছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৈঠক ‍শুরুর একটি ছবিতে দেখা গেছে ড. কামালের ডানপাশের সোফায় বসে আছেন মান্না। কিন্তু বৈঠক শেষে মুখ ভার করে ড. কামালের বাসা থেকে বের হলেন তিনি।

ড. কামালের বাসায় মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে বৈঠকে বসেন রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্টের শীর্ষ নেতারা। অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক চলাকালে ড. কামাল হোসেন মান্নাকে জিজ্ঞাসা করেন, ‘মান্না আপনার দলের আর লোক কোথায়? আপনার দলে তো আর কেউ নেই।’

বিজ্ঞাপন

ড. কামালের এমন প্রশ্নে বিব্রত অবস্থায় পড়েন মাহমুদুর রহমান মান্না। পরিস্থিতি সামলে নিতে তিনি উত্তরও দিয়েছিলেন।

তবে বৈঠকের পুরো সময়ই মান্না ছিলেন নিশ্চুপ।

দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ড. কামাল হোসেন মান্নাকে কাছে ডাকেন। তবে মান্না এ সময় ড. কামালের কাছে না এসে দূরে দূরে ছিলেন।

বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিং করা হয় যুক্তফ্রন্টের পক্ষ থেকে। এর পরপরই মলিন মুখে বৈঠকস্থল ত্যাগ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সারাবাংলা/এএইচএইচ/একে

আরও পড়ুন:
রুদ্ধদ্বার বৈঠকে আন্দোলনের সিদ্ধান্ত নেতৃত্বে ড. কামাল-বি চৌধুরী

গণফোরাম নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না যুক্তফ্রন্ট

বিজ্ঞাপন

ডেমরায় হেলে পড়েছে বহুতল ভবন
২৭ জুলাই ২০২৫ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর