Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


২৯ আগস্ট ২০১৮ ১২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ আল আমিন শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ। মা এবং খালার প্ররোচনায় আল আমিন ইয়াবা ব্যবসার দিকে ঝুঁকে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ আগস্ট) ভোরে নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে জানান, আল আমিনের মা সাজু বেগম এবং খালা রুনা বেগম পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। মাদক সংশ্লিষ্ট পরিবারে বেড়ে উঠলেও আল আমিনের সেদিকে ঝোঁক ছিল না। সে পোশাক বারখানায় চাকরি নেয়। এরপর ভাতের হোটেলের ব্যবসা শুরু করে।

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘সাজু ও রুনা বেগমের ছেলের এই ব্যবসা পছন্দ নয়। তারা বারবার ইয়াবা ব্যবসা করে দ্রুত বড়লোক হবার জন্য তাগাদা দিতে থাকেন। একপর্যায়ে আল আমিন ইয়াবা বিক্রি শুরু করে।’

মা সাজু বেগম পাইকারি বিক্রেতাদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করেন, রুনা ক্রেতা ঠিক করেন এবং আল আমিন ইয়াবা পৌঁছে দেন বলে জানিয়েছেন ওসি। আল আমিনদের বাসা নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায়।

সারাবাংলা/আরডি/এমও

ইয়াবা ইয়াবা আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর