Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষোভের মুখে পেনশন সংস্কার প্রক্রিয়া শিথিল করছে রাশিয়া


২৯ আগস্ট ২০১৮ ১৬:১৭

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

রাশিয়ায় পেনশন প্রক্রিয়া সংস্কারের বিরুদ্ধে তীব্র ক্ষোভের জন্ম হওয়ায় পরিকল্পনাটি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বুধবার (২৯ আগস্ট) পুতিন বলেছেন, নারীদের ক্ষেত্রে অবসরের সময়সীমা ৫৫ থেকে বাড়িয়ে ৬৩ করার চিন্তা করা হলেও, এবার তা কমিয়ে ৬০ বছরে রাখা হয়েছে। তবে পুরুষদের ক্ষেত্রে অবসরের সময়সীমা ৫ বছর বাড়িয়ে ৬৫ করার পরিকল্পনাটি বহাল থাকবে।

পুতিন আরো বলেছেন, দেশে কর্মজীবীর সংখ্যা কমে গেছে। ফলে এ ধরণের সংস্কার অপরিহার্য হয়ে পড়েছিল।

কিন্তু শ্রমিক ইউনিয়নগুলো সতর্ক করে দিয়ে বলছে, নতুন সংস্কার পরিকল্পনায় কর্মজীবীদের অবসরের যে সময়সীমা ধরা হয়েছিল, তাতে পেনশন ভাতা নেওয়ার জন্য অনেকেই হয়তো আর বেঁচেই থাকবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রাশিয়ায় পুরুষদের গড় আয়ু ৬৬ বছর এবং নারীদের ৭৭ বছর। ভিটিএসআইওএম এর জরিপে পুতিনের নতুন এই পেনশন সংস্কার ইস্যুটি ৬৪ থেকে ৮০ শতাংশ সমর্থন পেয়েছে।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর